ময়মনসিংহে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
ময়মনসিংহ নগরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের টাউনহল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামীকাল শনিবার দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নগরে দলটির নেতাকর্মীরা অবস্থান করেন। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও নগরীর বিভিন্ন স্থানে অবস্থান করেন। এরই মধ্যে রাত ৯টার দিকে টাউনহল মোড়ে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল তবে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাস মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পরই সন্ধ্যা থেকে দ্রুতগতিতে চলছে মঞ্চ তৈরির কাজ। ইতিমধ্যে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী হাজির হয়েছেন সেই মাঠে।
উবায়দুল হক/এসকেডি