গোপালপুরে গোপন বুথে নৌকায় ভোট নিচ্ছেন বহিরাগতরা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে নারীদের গোপন বুথে ঢুকে নৌকায় ভোট নিচ্ছেন বহিরাগতরা। বুধবার (১২ অক্টোবর) উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
ওই কেন্দ্রের নারী বুথের এজেন্ট শাহিনা খাতুন বলেন, বহিরাগত আওয়ামী লীগের নেতারা গোপন বুথে প্রবেশ করে নৌকায় ভোট নিচ্ছে জোরপূর্বক। প্রতিবাদ করলেই মারতে আসে। পুলিং বা প্রিসাইডিং কর্মকর্তাও কিছু বলছে না।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার আব্দুল বারি বলেন, বার বার বলার পরও বিদ্যুত নামের ওই নেতা কথা শুনছেন না। গোপন বুথে ঢুকে নারীদের চাপ দিচ্ছে তাদের প্রতীকে ভোট দিতে।
ভোলার পাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে দুই একজন নেতা কেন্দ্রে ঢুকে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। পুলিশের সহায়তায় বহিরাগতদের কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিজিৎ ঘোষ/এসপি