রংপুরে ৪ ইটভাটায় জরিমানা

রংপুরের পীরগঞ্জে অবৈধ চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও ইট পোড়ানোর অনুমোদন না থাকায় ওইসব ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-১৩, পরিবেশ অধিদফতর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।
জানা যায়, অভিযানে পীরগঞ্জের চতরা এলাকার হাবিবুর রহমানের মেসার্স অনিক ব্রিকস ভাটাটি আংশিকভাবে ভেঙে ফেলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও চার মাসের মধ্যে ইটভাটাটি সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেয়া হয়। মেসার্স অনিক ব্রিকস প্রশাসনের অনুমতি ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই গড়ে তোলা হয়।
বিজ্ঞাপন
এছাড়া একই উপজেলার মুকিমপুরে শহীদুল ইসলামের মেসার্স এসএমএস ব্রিকস, দাড়িকাপাড়ার রাজা মিয়ার মেসার্স আরএসবি ব্রিকস এবং জাহিদপুরের শহীদুল ইসলামের মেসার্স এইচএনবি ব্রিকস ইটভাটা মালিককে ২ লাখ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব ইটভাটায় সনাতন পদ্ধতিতে স্থায়ী চিমনি স্থাপন করে ইট তৈরি করা হতো। যা আইন অনুযায়ী নিষিদ্ধ।
রংপুর জেলার সব উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঢাকা পোস্টকে বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করে ইটভাটা তৈরি, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ৪ ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী, পরিদর্শক মনোয়ার হোসেন, র্যাব-১৩ এর সহকারী পরিচালক মো. জামালসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এমএসআর