‘বাল্যবিবাহ ঠেকাতে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে’
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর মায়ের নামে করা ‘হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের’ নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির নতুন ভবন উদ্বোধন করেন তিনি।
ভবন উদ্বোধন শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, নারীদের সুশিক্ষিত করতে নারীদেরই বিশেষ ভূমিকা রাখতে হবে। বর্তমান সময়ে বাল্যবিবাহ ব্যাপক হারে বেড়ে গেছে। এটি প্রতিরোধ করতে হলে মেয়েদের অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।
জি এম কাদের বলেন, বড়বাড়ি ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশের উন্নয়ন হবে। আমি চাই এই এলাকার সব মানুষ শিক্ষার দিকে মনোযোগী হোক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কানাই শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। এছাড়া, জেলা জাতীয় পার্টির সদস্য-সচিব জাহিদ হাসান, ঠিকাদার হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিয়াজ আহমেদ সিপন/এমএইচএস