৩ মাস কারাভোগ শেষে দেশে ফিরছেন ১৩৫ ভারতীয় জেলে
তিন মাস চারদিন কারাভোগ শেষে নিজ দেশের ফিরছেন ১৩৫ জন ভারতীয় জেলে। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আটক জেলেদের মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২৯ জুন বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী।
মুক্তির পর বাগেরহাট জেল সুপার এস এম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের উপস্থিতিতে ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ইন্দার জিৎ সাগরের কাছে হস্তান্তর করা হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত ২৯ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। পরে জেলেদের মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
পরে মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়।
তানজীম আহমেদ/এমএ