গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে সুমন হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম শহীদ আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের টিপু হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহীন গুলশান নাহার মুনমুন জানান, ১১ বছর আগে সাদুল্যাপুরের দক্ষিণ কাজীবাড়ি সান্তোলা গ্রামের শামসুল আলম সরদারের মেয়ে রোজিনা আকতার রূম্পার সঙ্গে সুন্দরগঞ্জের সুমন হাওলাদারের বিয়ে হয়। তাদের একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে সুমন নানা ভাবে যৌতুকের জন্য চাপ দিয়ে প্রায়ই মারধর করতেন। রূম্পার বিধবা মা রেজিয়া বেওয়া কিছু টাকা দিলেও পরে আবারও টাকার জন্য চাপ দিতে থাকে সুমন।
এর জের ধরে ২০১৭ সালের ২৮ নভেম্বর সুমন স্ত্রীকে হত্যা করে মরদেহ এলাকার খালে ফেলে রাখে। এ ঘটনায় সুমন হাওলাদারসহ ৬ জনকে আসামি করে মামলা হয়। পুলিশ পরে সুমনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। দীর্ঘ শুনানির পর সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।
রিপন আকন্দ/এমএ