গ্যাস ফিল্ডের ট্যাংকিতে ঝাঁপ দিলেন শ্রমিক

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুই দিন পর গ্যাস ফিল্ডের ট্যাংকি থেকে শ্রমিক তফছির মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহজিবাজারে অবস্থিত হবিগঞ্জ গ্যাস ফিল্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তফছির মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের একজন শ্রমিক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১১ সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তফসির। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড়।
বিজ্ঞাপন
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার মাধবপুরস্থ হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
ওসি জানান, গ্যাস ফিল্ডের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাস ফিল্ডে প্রবেশ করেন। এরপর সেখানকার ট্যাংকির ঢাকনা উঠিয়ে তাকে লাফ দিতে দেখা গেছে। এ জন্য নিশ্চিতভাবেই বলা যায় এটি আত্মহত্যা। তবে কী কারণে তিনি এমনটা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরএআর