গত সাড়ে ৪ বছরে রংপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে : রসিক মেয়র
রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গত সাড়ে চার বছরে রংপুর মহানগরীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রংপুর বদলে যাচ্ছে। এই ধারাবাকিতা অব্যাহত রাখতে হবে। তবে সরকার যদি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ও মাস্টার প্ল্যান অনুমোদন করে, তাহলে পরিকল্পিত নগরায়ন সহজ হবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রংপুর মহানগরীর কেন্দ্রীয় দখিগঞ্জ শ্মশানে প্রধান রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দীর্ঘ আট বছর ধরে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত ফাইলবন্দি রয়েছে। এখন পৌরসভার জনবল কাঠামো দিয়ে সিটিতে জনসেবা কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি উন্নয়নের পাশাপাশি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশনের সুনাম ধরে রাখতে। নগরবাসীকেও উন্নয়নের স্বার্থে সহযোগিতার সঙ্গে সচেতন হতে হবে।
রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় দখিগঞ্জ শ্মশানে ৬৫ মিটার এবং শ্রী শ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দিরের ৩০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজ করছে ইমা কন্সট্রাকশন।
উদ্বোধনী অনুষ্ঠানে দখিগঞ্জ শ্মশান পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নিখিলেন্দ্র গুহ রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আনিছুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি অরুপ দত্ত, পাভেল রায়, ঠিকাদার খায়রুল কবীর রানা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সরকার, সাবেক কাউন্সিলর হাফিজ আহমেদ ছট্টু, রবি সোমানী ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম প্রমুখ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর