ভয়ঙ্কর চোরের কাছ থেকে জীবিত ও মৃত শিশু উদ্ধার

সিরাজগঞ্জে ভয়ঙ্কর চোরচক্রের কাছ থেকে একটি জীবিত ও একটি মৃত শিশু উদ্ধার করেছে পুলিশ। সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া এলাকা থেকে ওই দুই শিশু চুরি হয়েছিল। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
বিজ্ঞাপন
তিনি জানান, শনিবার রাতে শিশু উদ্ধারের সময় চোরচক্রের ৬ মহিলা সদস্যকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নবজাতক চুরি করা বোরকা পরা মহিলাটিও আছেন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুটি মাজেদ-সবিতা দম্পতির। শিশুটি শনিবার বিকেলে হাটিকুমরুল এলাকার শাখাওয়াত এইচ হাসপাতাল থেকে চুরি হয়। মৃত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
শুভ কুমার ঘোষ/এইচকে