হাসপাতালের প্যাথলজির ফ্রিজে গরুর মাংস, গুনতে হলো জরিমানা
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে শহরের মদিনা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ফ্রিজ থেকে গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাকালে মদিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ সময় মদিনা ছাড়াও আরও কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ঢাকা পোস্টকে বলেন, আজ সদর উপজেলার বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়। এ সময় প্যাথলজি বিভাগের ফ্রিজে দুই কেজির মতো গরুর মাংস রাখার দায়ে মদিনা জেনারেল হাসপাতালকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সেবা মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল না থাকা ও রি-এজেন্টগুলোতে আমদানিকারকের স্টিকার যুক্ত না থাকায় শেফা প্যাথলজিকে ৫ হাজার, সিটি জেনারেল হাসপাতালকে ৫ হাজার ও হেলথ এইডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুভ কুমার ঘোষ/এসপি