পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জে পুলিশ এবং বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত শাওনের মরদেহ জানাজা শেষে পুলিশি নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতাল থেকে শাওনের লাশ তার বাড়িতে নেওয়া হয়।
এরপর রাত দেড়টায় নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর নবীনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সংঘর্ষের সময় বিএনপির মিছিলের অগ্রভাগে দেখা যায় শাওনকে। যার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। তবে সন্ধ্যায় শাওনকে যুবলীগ কর্মী দাবি করে তার হত্যার বিচারের দাবিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ২ নং রেল গেট ও ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন।
আরআই