চিংড়িতে অপদ্রব্য পুশ, ডিপো সিলগালা

খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মিজানুর রহমান নামে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাছ ডিপোটি সিলগালা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে খুলনার ডুমুরিয়া উপচেলার মালতিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা ও সিলগালা করা হয়।
ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ বিকেল ৫টায় অভিযান চালিয়ে ডুমুরিয়ার মালতিয়া বাজারে চিংড়িতে অপদ্রব্য পুশের জন্য ডিপো মালিক মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ডিপো সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
ডিপোটির কোনো নাম ছিল না। মাছ এবং মাছ জাতদ্রব্য (পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮৩ এর ধারা ৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় এই শাস্তি দেওয়া হয়েছে। অভিযানে ডিপো মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মামুনুর রশিদ। সহযোগিতা করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
মোহাম্মদ মিলন/আরআই