এক হচ্ছে দুই বাম দল, নাম ঘোষণা ২ সেপ্টেম্বর

বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশ ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) দুটি দল আগামি ১ সেপ্টেম্বর হতে এক দলে রুপান্তরিত হতে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে দুই দলের ঐক্যবদ্ধ হওয়া নতুন নাম ঘোষণা করা হবে ২ সেপ্টেম্বর।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুই দলের ঐক্য প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর জাহিদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর দিনব্যাপী খুলনা হাদিস পার্কে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশ ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) দুই দলের কংগ্রেসের উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা এবং ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে কংগ্রেসের অভ্যন্তরীণ অধিবেশনের মধ্য দিয়ে দুই দল এক হওয়ার ঘোষণা দেওয়া হবে।
আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যায় এই নতুন নাম ঘোষণা করা হবে। বুর্জোয়া শাসন ব্যবস্থা উচ্ছেদ করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে তাদের এই ঐক্য বলেও জানান তিনি।
উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
বক্তব্য রাখবেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, মোশাররফ হোসেন, তুষার কান্তি দাস, তেল গ্যাস খনিজ সম্পাদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, ৯ বাম দলের সমন্বয়ক জাফর হোসেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এসএম কামাল উদ্দীন প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরআই