মোবাইলে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মালেক নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মগনামার এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক পেশায় একজন দিনমজুর।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়। এ সময় চিৎকার শুনে এগিয়ে যান পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার বাবা নুরুল আমিন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে হেনা ও তার বাবা নুরুল আমিন পারভেজের বাবাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। আহত তিনজনের চিকিৎসা চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সাইদুল ফরহাদ/এসপি