কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে দেবিদ্বার আরপি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন দেবিদ্বার পুরাতন বাজার কাজী বাড়ির ছালাম কাজীর ছেলে ফয়েজ মালি (২৫) ও আব্দুল খালেকের ছেলে শাহাবুদ্দিন (২০)।
আহতরা হলেন কুমিল্লা সদরের দুলিয়া পাড়ার মোজাম্মেল (২৫), মো. পিয়াস (২২) ও সাইফুল ইসলাম (১৮)। আহতরা কুমিল্লা সদরের আওয়ামী লীগের কর্মী। তারা নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণায় গিয়ে সংঘর্ষে জড়ান। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের এসপি আমিরুল্লাহ ও দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, নির্বাচনী প্রচারণার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের হাতাহাতি হয়। পরে সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইশতিয়াক আহমেদ/এএম