রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ!
সকাল ৯টায় শুরু হওয়া অফিসে যথা সময়ে হাজির হওয়ার সুবিধার্থে এক ব্যাংক কর্মকর্তাকে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার অফিসিয়াল নির্দেশনা দেওয়া হয়েছে! গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রূপালী ব্যাংকের জয়নগর শাখার সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামকে এ নির্দেশনা দেওয়া হয়। লিখিত ওই নির্দেশনার কপি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুজনকে শোকজ করা হয়েছে।
আলোচিত এ চিঠিতে জয়নগর শাখার ব্যবস্থাপক মফিজুর রহমানের স্বাক্ষর রয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’
এই চিঠির কপি গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
রূপালী ব্যাংকের জয়নগর শাখার ব্যবস্থাপক মফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘ব্যাংকের আরেক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে আমার স্বাক্ষর জাল করে মো. শহিদুল ইসলামকে এই চিঠি দিয়েছেন। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। এমন চিঠি দেওয়ার কোনো কারণও নেই।’
সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলাম ও স্বপন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
এমএএস