চাঁদপুরে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
চাঁদপুরে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছেন। অন্য তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।
মামলার বিবরণীতে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা ওই নারীকে ২০১৩ সালের ২১ মে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশের ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় আসামিরা। এ ঘটনার পর দিন নিহতের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা করেন।
পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার আসামিদের মৃত্যুদণ্ড দেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী শফিকুর রহমান ভূঁইয়া বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।
আরএআর