৪১ বছর পর ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ দিনের সমস্যার অবসান হওয়ায় খুশি সংশ্লিষ্ট সবাই।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৪ টায় সিজারিয়ান অপারেশন করা হয় উপজেলার শিধলকুড়া ইউনিয়নের আদাসন গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী হ্যাপির। তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ কোনো ধরনের অপারেশন করা হতো না। এতে করে এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন এলাকার মানুষ। এ কারণে তারা বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখন থেকে সিজারিয়ান অপারেশন থেকে শুরু করে সকল ধরনের অপারেশন করা হবে। এছাড়া পুরো হাসপাতাল ডিজিটালাইজড করা হয়েছে। এতে করে এই এলাকার সাধারণ রোগীরা বিশেষ করে গরিব ও দুঃস্থরা চিকিৎসাসেবা পাবেন।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ দিনের প্রতীক্ষার পর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীদের জন্য সিজারিয়ান অপারেশন শুরু করেছি। আমরা অত্যাধুনিক একটি ওটির ব্যবস্থা করেছি। প্রথমে আমরা সিজারিয়ান অপারেশন দিয়ে এটি শুরু করেছি। বাচ্চা ও বাচ্চার মা ভালো আছেন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
সৈয়দ মেহেদী হাসান/এসপি