চালের দাম বেশি রাখায় জরিমানা গুনলেন ৭০ হাজার টাকা
পটুয়াখালীতে চালের দাম বেশি রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের নিউ মার্কেট, পুরান বাজার ও মিঠাপুকুর পাড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় এক ওষুধ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বাজার কমিটির নেতৃবৃন্দ, জেলা ড্রাগ সমিতির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেসার্স বৈশাখী রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, আলিফ মেডিকেল হলকে এক হাজার টাকা ও আব্দুর রাজ্জাক রাইস অ্যান্ড ফ্লাওয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসপি