বিএনপি-জামায়াত ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জঘন্যতম ষড়যন্ত্র করেছিল বিএনপি-জামায়াত জোট। সেই হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ নেতাকর্মী।
রোববার (২১ আগস্ট) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
তিনি বলেন, এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পরও স্বাধীনতাবিরোধীরা থেমে থাকেনি। তারা একের পর এক ষড়যন্ত্র করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। অনেক কষ্ট থাকার পরও আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে দীর্ঘ পথ চলেছি। আমরা পরাজিত হইনি।
বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সেই খুনিদের বিচারের রায় কার্যকর করা হয়েছে।
দেশে নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাধীনতাবিরোধীরা দেশকে পিছিয়ে রাখতে নানা ষড়যন্ত্রের মাধ্যমে মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, দেশবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী।
ইমরান আলী সোহাগ/এমএইচএস