কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মাহবুবুর রহমান পারভেজের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) বিকেল ৩টায় নিখোঁজের ৩ ঘণ্টা পর সমুদ্র সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পারভেজ কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। তিনি ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার বন্ধু রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সানফ্লাওয়ারে রুম ভাড়া নেন। দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যান পারভেজ ও তার বন্ধু আমির। তাৎক্ষণিক পাশে থাকা অপর তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন পারভেজ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হন। এরপর ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়। তিন ঘণ্টা পর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার পশ্চিম দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কাজী সাঈদ/আরআই