লোকালয় থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটের মোংলায় সুন্দরবন-সংলগ্ন চিলা ইউনিয়নের উলুকাটা এলাকা থেকে ১১ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২১ আগস্ট) সকালে উলুকাটা গ্রামের সোহাগ শেখের বাড়িতে জাল পেতে অজগরটিকে আটক করেন স্থানীয় ব্যক্তিরা। পরে দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খাবারের সন্ধানে অজগরটি বন-সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়েছিল। আমরা এটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছি।
বিজ্ঞাপন
অবমুক্ত করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১১ ফুট এবং ওজন ২০ কেজির কাছাকাছি বলে জানান তিনি।
তানজীম আহমেদ/এনএ