সাংবাদিকতায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, সমাজে পুরুষের পাশাপাশি নারীদেরও সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে, রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ৯ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি আনার কলি মাহবুব আরও বলেন, দেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা স্বপ্নের পদ্মা সেতু শেষ করেছি, মেট্রোরেলের কাজ চলছে। দেশপ্রধান শেখ হাসিনা একজন নারী। তাই নারীরা কেন পিছিয়ে থাকবেন? ভবিষ্যতে সাংবাদিকদের যেকোনো প্রশিক্ষণে নারীরা যেন পিছিয়ে না থাকে সেদিকে সজাগ থাকতে প্রেসক্লাবের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশিমালায় পিআইবি কর্তৃক সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে সমন্বয়ক শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক মলয় মহন প্রমুখ।
এ সময় প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি জেলায় কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার জন্য। এ কাজে আমরা শতভাগ সফলও হয়েছি। কারণ গত ৯ দিনে মোট ১০৫ জন সাংবাদিক পিআইবির প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, আমরা চাই জেলার সাংবাদিকগণ বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় আসুক। সামনের দিনে টিভি মিডিয়া, জাতীয় দৈনিকের পাশাপাশি অনলাইন সাংবাদিকদেরও আমরা সে সুযোগ করে দেব।
অনুষ্ঠানে পিআইবির সমন্বয়ক-প্রশিক্ষক শাহ্ আলম ঢাকা পোস্টকে বলেন, যে কেউ ইচ্ছা করলে অনলাইনেও বুনিয়াদি প্রশিক্ষণ নিতে পারেন। এজন্য পিআইবির নির্দিষ্ট পেজে গিয়ে নিয়ম অনুসরণ করতে হয়। অনলাইন প্রশিক্ষণেও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রসঙ্গত, জেলা প্রশাসকের কার্যালয়ের তুলশিমালায় ১৬ ফেব্রুয়ারি থেকে এই প্রশিক্ষণ শুরু করা হয়।
জাহিদুল খান সৌরভ/এমএসআর