ঝিনাইদহে কপোতাক্ষ নদে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পৗর এলাকার বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়।
নিহতা শিশুরা হলো পৌর এলাকার হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীবন (১৪) ও রহমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত জীবন ষষ্ঠ ও সাব্বির তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাড়ি মহেশপুর শহরের পশু হাসপাতালপাড়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার রহমান সোহাগ জানান, দুপুরে বেশ কয়েকটি শিশু নদীতে গোসলে নামে। এরপর তারা একটি ডুঙায় (তালগাছের নৌকা) চড়ে। হঠাৎ এটি উল্টে পানিতে ডুবে যায় দুই শিশু। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে থাকে। এ সময় স্থানীয়রা কপোতাক্ষ নদে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মহেশপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে ডুঙায় ওঠে। পরে এটি ডুবে গেলে তারা সাঁতার না জানার কারণে ডুবে মারা যায়।
আব্দুল্লাহ আল মামুন/এনএ