বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাই খুন
নারারয়ণগঞ্জে বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হাশেম মোল্লা চর কাশিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হাশেম মোল্লার বোন পুস্পাকে বিয়ে করেন একই এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। আল আমিন প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এনিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিস হয়েছে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে আল আমিন তার স্ত্রীকে মারধর করছেন বলে জানতে পারেন হাশেম মোল্লা। তিনি এর প্রতিবাদ করেন। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবার মরদেহ নিয়ে দাফন করবেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামি আল আমিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএআর