মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের সংলাপে যাবে না বিএনপি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ দেশে গুম, খুন ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। সুতরাং আওয়ামী লীগের অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন তো দূরের কথা, মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশনের কোনো সংলাপেও বিএনপি যাবে না।
বৃহস্পতিবার (২১ জুলাই) সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে বলে প্রচারণা চালাচ্ছে সরকার। আসলে উন্নয়নের জোয়ারে নয়, উজান থেকে আসা পানির জোয়ারেই দেশের উত্তর-পূর্বাঞ্চল ভাসিয়ে নিয়ে গেছে। এই বন্যার জন্য সরকারের ব্যর্থ পরিকল্পনা ও প্রতিবেশী দেশের বাঁধ নির্মাণই দায়ী।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে না। সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না। জনগণ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের জন্য যখন আর্থিক সহায়তা প্রয়োজন তখন দেশে অর্থ সংকট দেখা দিয়েছে।
মূলত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণেই দেশে আজ অর্থ সংকট দেখা দিয়েছে। শুধু উন্নয়নের শ্লোগান দিয়ে একটি দেশ চলতে পারে না। আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে ৫০ হাজার কোটি টাকা লুটপাট করেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সম্পাদক শাম্মি আক্তার, সহসভাপতি নাজমুন নাহার বেবী ও সহসভাপতি সামিয়া চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ইসতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, একেএম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, যুগ্ম সম্পাদক মিলি আক্তার ও দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনাসহ আরও অনেকে।
মাসুদ আহমদ রনি/আরআই