আগের চেয়ে ভালো আছে মা-বাবা-বোন হারানো শিশুটি
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যাওয়া মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য সচিব ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শ্বাসকষ্ট কিছুটা কমেছে। তবে জন্ডিসের উন্নতি এখনো হয়নি। আমরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছি। সেজন রিপোর্টে বড় ধরনের কোনো জটিলতা পাওয়া যায়নি। এদিকে হাড়টি এখানো ভাঙা অবস্থায় রয়েছে।
এর আগে গত ১৬ জুলাই বেলা পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্টভবন এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না আক্তার, তার স্বামী জাহাঙ্গীর আলম এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা।
ওই সময় অলৌকিকভাবে মা রত্না গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর জানা যায় জীবিত আছে নবজাতক কন্যাটি। তবে শিশুটির ডান হাতের দুইটি হাড় ভেঙে যায়। এরপর বেসরকারি লাবীব হাসপাতালে চিকিৎসা চলাকালীন জন্ডিস, রক্তস্বল্পতা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শিশুটিকে মমেক হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়।
উবায়দুল হক/এমএএস