বেনামি পণ্যে ব্র্যান্ডের লোগো, ২ দোকানিকে জরিমানা
গরমে খুলনায় বেড়েছে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা। আর সেই সুযোগটি লুফে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। লোগো পরিবর্তন করে মানুষের সঙ্গে এক প্রকার প্রতারণা করছেন তারা। বেনামি বা অখ্যাত প্রতিষ্ঠানের ইলেকট্রনিকস সামগ্রীতে নামি-দামি ব্র্যান্ডের নাম এবং লোগো ব্যবহার করে বিক্রি করছেন তারা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনায় ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুরে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলম।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বেনামি প্রতিষ্ঠানের ইলেকট্রনিকস সামগ্রীতে নামি-দামি ব্রান্ডের নাম, লোগো ব্যবহার করায় ২টি ইলেকট্রনিকস সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে দৌলতপুর বাজারের মল্লিক ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা এবং কাসনীম ইলেকট্রনিক্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, তাদের টেলিভিশনে ব্র্যান্ডের লোগো আর প্যাকেটে অন্যপ্রতিষ্ঠানের নাম।
এ বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন খুলনা এপিবিএন ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ মিলন/আরআই