সিজার ছাড়াই তিন সন্তানের জন্ম দিলেন এক মা
সিজার ছাড়াই তিন সন্তানের জন্ম দিলেন রশনি আক্তার (২০) নামে এক গৃহবধু। শনিবার (১৬জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের বাজির মোড়ে খন্দকার জেনারেল হাসপাতালে এ তিনটি বাচ্চা প্রসব করেন তিনি।
হাসপাতালের তথ্য সূত্রে জানা যায়, রশনি আক্তার সন্তান প্রসব করানোর জন্য নরসিংদী খন্দকার জেনারেল হাসপাতালে শনিবার (১৬ জুলাই) সকাল ৮টায় ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর মেডিকেল অফিসার ডা. এনামুল হকের নির্দেশনায় আল্টাসনোগ্রাম করানো হয় এবং এতে পেটে দুইটা বাচ্চা দেখা যায়।
পরে দুপুর ১২টায় রশনি আক্তারের ব্যথা অনুভব শুরু হলে পরিবার সিজার করার জন্য ডাক্তারকে বললে ডা. এনামুল হক তাদের ধৈর্য ধারণ করতে বলেন এবং সিজার ছাড়াই সন্তান প্রসব হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। এর কিছুক্ষণ পরই রশনি আক্তারের ব্যথার মাত্রা বেড়ে যায় এবং নরমালেই পর পর দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ আছেন।
রশনি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং একই উপজেলার আগরনগর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
এমএএস