টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে দিনভর যানজট, রাতে ধীরগতি
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। আর এতে চাপ পড়েছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মহাসড়কে। যানবাহনের তীব্র চাপের কারণে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে কয়েকটি দুর্ঘটনায় দিনভর যানজটে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী লোকজন। তবে রাতের মহাসড়কে যানজট কেটে গেলেও ধীরগতি রয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। এর আগে দুপুরে ঢাকাগামী একটি ট্রাক সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এরপর আরও একটি বাস মহাসড়কে বিকল হয়ে পড়ে। এসব কারণেই মূলত বিকেলে যানজট দেখা দেয়। এখন মহাসড়কে যানজট নেই তবে একটু ধীরগতি রয়েছে। গাড়ির প্রচণ্ড চাপ থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।
এদিকে সরকারি অফিস আদালত গত মঙ্গলবার (১২ জুলাই) খুললেও ব্যক্তি মালিকানা শিল্প-কলকারখানা খুলবে আগামীকাল (১৬ জুলাই) শনিবার। এতে মহাসড়কে তার আগের দিন শুক্রবার সকাল থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর থেকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তীব্র যানজট শুরু হয়ে তা সন্ধ্যা পর্যন্ত গড়ায়। রাত ৮টার পর থেকে যানজট কমতে থাকে। এখন মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি রয়েছে।
শুভ কুমার ঘোষ/আরএআর