যশোরে যুবদল নেতা হত্যায় ৮ জনের নামে মামলা

যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৮ জনের নামে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
গতকাল (বুধবার) কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের ভাই মনিরুজ্জামান মণি। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইন।
আসামিরা হলেন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আবদুল আলীমের ছেলে আকাশ (২৫), মো. ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আবদুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনির উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনিকে হত্যা করা হয়।
আরআই