সুনামগঞ্জে পর্যটকবাহী ২২ নৌকাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিধিনিষেধ অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে আসা পর্যটকবাহী ২২ নৌকাকে জরিমানা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর ও শহিদ সিরাজ (নীলাদ্রি) লেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাওরে ময়লা আবর্জনা না ফেলা এবং উচ্চ মাত্রার শব্দ উৎপাদন না করার বিষয়ে ইতোপূর্বেই নির্দেশনা প্রদান করা হয়েছে। স্মরণকালের ভয়াবহতম বন্যার প্রভাব কাটিয়ে উঠার আগে উচ্চমাত্রার শব্দ উৎপাদন করে বানভাসী মানুষের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। এতে বিগত দুদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল।
এসব অভিযোগ আমলে নিয়ে নির্দেশনা ভঙ্গ করে উচ্চমাত্রার শব্দ উৎপাদন করে শব্দ দূষণ, হাওরে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাওরে নৌকা নিয়ে প্রবেশ করায় মোবাইল কোর্টের অভিযানে ২২টি মামলায় ২২টি নৌকাকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ঢাকা পোস্টকে বলেন, বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে হাওরে ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। যা এখনো বলবৎ আছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে হাওরে প্রবেশ করা এবং সেই সঙ্গে উচ্চ স্বরে গান বাজিয়ে ও ময়লা আবর্জনা ফেলে হাওরের পরিবেশ নষ্ট করার দায়ে ২২টি নৌকাকে ২২টি মামলার মাধ্যমে জরিমানা করা হয়েছে। তবে কোনো পর্যটককে জরিমানা করা হয়নি। হাওরের আইনশৃঙ্খলা মানার জন্য তাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। হাওরের পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
সোহানুর রহমান সোহান/এমএএস