অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬ বাস মালিককে লাখ টাকা জরিমানা
শরীয়তপুরের জাজিরায় যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বলপ্রয়োগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস মালিকদের জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বিকেল ৫টায় জাজিরা গোলচত্বর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহেল।
তিনি বলেন, বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বলপ্রয়োগের অভিযোগ পাই। তার ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে সত্যতা মিললে ছয়টি বাস মালিককে এক লাখ টাকা জরিমানা ও কয়েকটি বাসকে অতিরিক্ত আদায় করা টাকা ফিরত দিতে বাধ্য করি। আমরা নিয়মিত ভ্রমমাণ আদালত পরিচালনা করছি।
সূত্র জানায়, শরীয়তপুর পরিবহনকে ২০ হাজার টাকা, শরীয়তপুর সুপার সার্ভিসকে ৩০ হাজার টাকা, পদ্মা ট্রান্সপোর্টকে ২০ হাজার টাকা, গ্লোরী পরিবহনকে ১০ হাজার টাকা, ফেম পরিবহনকে ১০ হাজার টাকা, প্রচেষ্টা পরিবহনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি বাসে যাত্রীদের কাজ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফিরত দিতে বাধ্য করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/এসএসএইচ