পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই বায়েজিদ কারাগারে
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভাইরাল হওয়া যুবক বাইজিদ তালহার সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৬ জুলাই) দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটকে ভিডিও ছড়ানোর দায়ে সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ তালহা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বায়েজিত তালহাকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
পরে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করা হয় বায়েজিদকে। পরে আজ বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম সজীব বলেন, বিজ্ঞ আদালত বায়েজিদ তালহার জামিন আবেদন আজ নামঞ্জুর করেন। এতে আমরা সংক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আমরা মিস পিটিশন দায়ের করব।
সৈয়দ মেহেদী হাসান/ আরআইু