বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : যুবলীগ নেতাসহ তিনজন রিমান্ডে

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ ডিসেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
আসামিরা তারা হলেন- উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচ (৩৫), একই এলাকার যুবলীগ কর্মী সবুজ হোসেন (২০) এবং হৃদয় আহমেদ (২০)।
আদালত ও কুমারখালী থানা সূত্রে জানা যায়, তিন আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অধিক তদন্তের জন্য প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল ইসলাম। তার আবেদনের ভিত্তিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাত কয়েকজনের নামে একটি মামলা করেন। পরে নৈশ প্রহরী খলিলুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে আনিচুর, সবুজ ও হৃদয়কে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার তানভির আরাফাত বলেন, কয়া মহাবিদ্যালয়ের কমিটি নিয়ে কোন্দলের জের ধরে বর্তমান কর্তৃপক্ষকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা ঘটানো হয় বলে গ্রেফতার তিনজন প্রাথমিকভাবে স্বীকার করেছেন। অধিকতর তদন্তের জন্য প্রত্যেকের তিনদিন করে রিমান্ড দিয়েছে আদালত।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন। কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় কয়া মহাবিদ্যালয়ে কয়েক বছর আগে স্থাপন করা হয় তার আবক্ষ ভাস্কর্যটি।
এর আগে গত ৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
এসপি