পদ্মা সেতুতে মোটরসাইকেলবাহী পিকআপ বন্ধ, সড়ক অবরোধ
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকরা। সোমবার (২৭ জুন) দুপুর ২টার দিকে মোটরসাইকেলবাহী পিকআপ টোল প্লাজা থেকে ফিরিয়ে দিলে তারা রাস্তা অবরোধ করেন।
এ সময় প্রায় ছয় কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের হটিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। তবে মোটরসাইকেলগুলো পিকআপে করে পার করছিলেন চালকরা। হঠাৎ দুপুরের দিকে পিকআপে করে মোটরসাইকেল পারাপারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলের চালকরা রাস্তা অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরোধকারীদের সরিয়ে দেন।
অবরোধকারী আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের এভাবে যদি আটকে রাখে, তাহলে আমরা কীভাবে যাব? পদ্মা সেতুতে মোটরসাইকেল ওঠা নিষেধ, পিকআপ তো নয়? তাই আমরা পিকআপ ভাড়া করেছি যাওয়ার জন্য। এখন তারা সেভাবেও যেতে দেবে না। তাহলে আমাদের বিকল্প পথ দেখিয়ে দিক।
এ বিষয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, পিকআপে মানুষ বা মোটরসাইকেল চলাচল করতে পারে না। আমাদের কাছে ভারী মালামালসহ পিকআপ যেতে দেওয়ার অনুমতি রয়েছে। তাই আমরা মানুষ ও মোটরসাইকেল পারাপার বন্ধ রেখেছি।
সৈয়দ মেহেদী হাসান/এনএ