নির্মাণের দুই বছরেই দেবে গেল সেতু
মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণের দুই বছরের মধ্যেই একটি সেতুর একাংশ দেবে গেছে। দুই বছর আগে উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের সাহেব আলী সরকার বাড়ি সংলগ্ন খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৮-২০১৯ অর্থবছরে বড় কালীপুরা নদীর ঘাট থেকে ছোট কালীপুরা সড়কের সাহেব আলী সরকারের বাড়ি সংলগ্ন খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্য সেতুটি প্রায় ৩২ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণকাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ।
এদিকে নির্মাণের দুই বছরের মাথায় সেতুর অ্যাপ্রোচের দেয়াল ভেঙে গিয়ে একাংশ দেবে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী বলেন, ঠিকাদার সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুই বছর পার হতে না হতেই শনিবার সেতুর এক পাশে অ্যাপ্রোচের দেয়াল ভেঙে একাংশ দেবে গেছে। ফলে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অবিলম্বে সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণে মাটি সরে গিয়ে সেতুর একাংশ দেবে গেছে। পানি কমার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ব.ম শামীম/এসপি