‘ইসির নির্দেশ না মানায় তারই ইজ্জত গেছে’
‘কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য (এমপি) বাহাউদ্দীন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ইসির সেই নির্দেশ না মানায় তারই ইজ্জত গেছে। এমপি হলেন আইনপ্রণেতা। তারাই যদি আইন না মানেন, তাহলে কিছুই করার নেই। নির্দেশনার পরও উনি এলাকা না ছাড়লে উনাকে তো আর আমরা টেনেহিঁচড়ে নামাতে পারি না।’
সোমবার (১৩ জুন) দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
সোমবার কুসিক নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের নিয়ে ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
এ সময় রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
এনএ