মহানবীকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা সড়কের নবীনগর ত্রি-মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৪৫ মিনিট তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, সড়কে হঠাৎ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাহিদুল মাহিদ/এসপি