সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা
মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৮ জুন) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর হামলা মানে বাক স্বাধীনতার ওপর হামলা। যারা দেশের স্বাধীনতা-গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা দেশের উন্নয়ন বিশ্বাস করে না তারাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর হামলা চালিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের ওপর হামলাকারী বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই বার বার সাংবাদিকরা আক্রমনের শিকার হয়। কোনো হামলাই আর বরদাস্ত করা হবে না। সমাবেশ থেকে সাংবাদিকদের নিরাপত্তাসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃকা করেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মল্লিক সুধাংশু, মহানগর যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ, মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু।
মানববন্ধনে বক্তৃতা করেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিব উদ্দিন পান্নু, খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, স্বজন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুনীল দাস, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আবু সাঈদ প্রমুখ।
মোহাম্মদ মিলন/আরআই