অর্ধেক ভাড়া না নিয়ে ভয়ভীতি প্রদর্শন, ১৫ বাস আটকে দিল শিক্ষার্থীরা
সাভারে এক শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া না নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গন্তব্যের চেয়ে অনেক বেশি দূরে নামিয়ে দেওয়ার অভিযোগে ডি-লিংক পরিবহনের ১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। বুধবার (০৮ জুন) সকাল সোয়া ৯টা থেকে ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় এসব বাস আটকে রাখা হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কলেজ ছুটির পর সাভার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র কাজল ডি-লিংক (গুলিস্তান-ধামরাই) পরিবহনের একটি বাসে ওঠে। সে সাভারের থানাস্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ওঠে। বাসের হেলপার ভাড়া চাইলে অর্ধেক ভাড়া দিতে চায় কাজল। এ সময় স্টুডেন্ট ভাড়া না নিয়ে তাকে ভয়-ভীতি দেখায় এবং নিরিবিলিতে না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নামিয়ে দেয়। আজ সহপাঠীদের বললে ওই পরিবহনের ১৫টি বাস আটক করে শিক্ষার্থীরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এসপি