অফিস কক্ষে সমাজকর্মীর মৃত্যু, পিবিআইকে তদন্তের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেনের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় মামলার আবেদন করেছিলেন তার বাবা শামসুদ্দিন। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবীর এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইজীবী আব্দুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ মে রাতে নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে অফিস কক্ষে ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩১ মে নিহতের বাবা শামসুদ্দীন তার ছেলে শামীমকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, অফিস সহকারী মো. মানিকসহ আরও চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন।
বাদীর আইনজীবী আব্দুর রহমান মুঠোফোনো ঢাকা পোস্টকে জানান, গত ৩১ মে বিচারক মামলার আবেদন গ্রহণ করে পরবর্তীতে এ বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। আজ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরআই