খুলনা জেলা পরিষদের দুর্নীতির অভিযোগে কাগজপত্র জব্দ

খুলনা জেলা পরিষদে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়।
দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার রায় অভিযানে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আল আমিন।
দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করছে। সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করে।
এ বিষয়ে খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক (ডিডি) আব্দুর ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, খুলনা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল। কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
আরও কিছু রেকর্ডপত্র চেয়ে এসেছি। এগুলো যাচাই-বাছাইয়ের পর কোনো বিষয়ে অসংগতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।
মোহাম্মদ মিলন/এনএ