কানাইঘাটে ১৪৬ ভোট বেশি পেয়ে নৌকার জয়
সিলেটের কানাইঘাট পৌর নির্বাচনে ১৪৬ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৩ হাজার ৮৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের সুহেল আমিন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল হাসনাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমান মেয়র নারকেল গাছ প্রতীকের নিজাম উদ্দিন পেয়েছেন ৩০৭৩ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুল হক পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের কাওছার আহমদ পেয়েছেন ৫৭৩ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা নজির আহমদ পেয়েছেন ২১২ভোট।
কানাইঘাট পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে ১৯ হাজার ৪২৭টি ভোটের মধ্যে গণনা হয়েছে ১৩ হাজার ৮৯১টি।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
এসপি