ঈদুল ফিতরে ৩২১০ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই
ঈদুল ফিতরের উপহার হিসেবে বরিশাল বিভাগে ৩২১০ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে মঙ্গলবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির দলির হস্তান্তর করা হবে।
রোববার বরিশাল সার্কিট হাউসে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। তিনি জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় দফায় এই ঈদ উপহার হস্তান্তর করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর উদ্বোধন করবেন এবং বরগুনা জেলার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের দুইজন উপকারভোগীর সঙ্গে কথা বলবেন।
বিভাগীয় কমিশনার আরও উল্লেখ করেন, বরিশাল বিভাগে প্রথম পর্যায়ে ৬০৮৮টি, দ্বিতীয় পর্যায়ে ৭১৫৩টি ঘর জমিসহ বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয় দফায় বিভাগে ৭ হাজার ৮৭৭টি বরাদ্দ হলেও এখন পর্যন্ত ৩২১০টি ঘর হস্তান্তর উপযোগী হয়েছে। জমিসহ সেগুলো ভূমিহীনদের হাতে তুলে দেওয়া হবে।
তিনি বলেন, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঘর হস্তান্তর হচ্ছে পটুয়াখালীতে ১০৫৬টি। এছাড়া ভোলায় ৭০১টি, বরিশালে ৪৫২টি, বরগুরায় ৩৭৮টি, ঝালকাঠিতে ৩৯৫টি ও পিরোজপুরে ২২৮টি। বাকি ঘর আগামী ২/৩ মাসের মধ্যে সম্পন্ন হবে। এর মধ্যে বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পে ২২ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ঘর দেওয়া হচ্ছে।
আমিন উল আহসান বলেন, এর আগে সাধারণত ঈদ উপহার হিসেবে মানুষকে সেমাই, চিনি, শাড়ি-লুঙ্গি ইত্যাদি দেওয়া হতো। এ বছর জমি ও ঘর তুলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করেছে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি