রাণীশংকৈল পৌর মেয়র নৌকার মোস্তাফিজুর
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ২ হাজার ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মাহমুদুন নবী পান্না বিশ্বাস পেয়েছেন ৪৪৮ ভোট। আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৪৯৮ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এরআগে সকালে শান্তিপূর্ণ পরিবেশে ব্যালটের মাধ্যমে রাণীশংকৈল পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এসে রনি (১৮) ও ওমর ফারুক (১৮) নামের দুইজনকে আটক করে ম্যাজিস্ট্রেট।
রানীশংকৈলে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। এরমধ্যে নারী ভোটার ৭ হাজার ৩১২ ও পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ জন।
এ ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার (ক্যারম বোর্ড) পেয়েছেন ২ হাজার ৩১ ভোট, আব্দুল খালেক (জগ) ১ হাজার ২৮৫, নওরোজ কাউসার কানন (চামুচ) ১৩৩ ভোট, রফিউল ইসলাম (কম্পিউটার) ৯০৩ ভোট, ইসতেখার আলী (মোবাইল ফোন) ৩৯ ভোট, সাধন বসাক (নারকেল গাছ) ২৩১ ভোট, রুকুনুল ইসলাম ডলার (রেল ইঞ্জিন) ৪৭৪ ভোট।
বিএনপির বিদ্রোহী প্রার্থী মোখলেসুর রহমান (হ্যাঙ্গার) পেয়েছেন ৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন ২ হাজার ৩৭১ ভোট।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
নাহিদ রেজা/এমএসআর