কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি জানান, কাপ্তাই নৌবাহিনী সড়কের আশপাশের এলাকায় সন্ধ্যার পর বন্যহাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। অনেক সময় তারা মূল সড়কে অবস্থান নিয়ে থাকে। মানসিক ভারসাম্যহীন ওই নারী হাতির সামনে পড়ে। এ সময় হাতি তাকে প্রচণ্ডভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে অজ্ঞাত নারী হাতির আক্রমণে নিহত হওয়ার খবর জানার পর রাতে ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এ সময় কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে কাপ্তাই লগগেটে নিয়ে আসে।
পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, মরদেহটি যেহেতু একজন মানসিক ভারসাম্যহীন নারীর, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করব।
মিশু মল্লিক/এসপি