কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বুড়িচংয়ের উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন সরকার উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে এবং আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, নিহত মহিউদ্দিন সরকার আমাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের কথা বলে সম্প্রতি ইস্তফা দেন তিনি। তবে নতুন কোন কর্মস্থলে তিনি যোগ দিয়েছেন তা এখনও জানা যায়নি।
স্থানীয় দৈনিক ভোরের কলামের প্রতিবেদক মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন সরকার মাদক ব্যবসায়ীদের চোরাচালান নিয়ে প্রতিবাদ করতেন। সম্প্রতি মাদক ব্যবসায়ী রাজু গং নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এ নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে আহত যুবককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে তাকে সাড়ে ১০টার দিকে নিয়ে আসা হয়। শরীরে ৪-৫টি গুলির চিহ্ন রয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পাই।
অমিত মজুমদার/এসকেডি