কুয়াকাটা সৈকতে ভেসে এল ৬ ফুট লম্বা ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন। ডলফিনটির লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তবে জেলেদের ধারণা, এটি কয়েক ঘণ্টা আগে মারা গেছে।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন। পরে ডলফিন রক্ষা কমিটির অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়।
মোবারক ও স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা যায়, সকালে সৈকতে জোয়ারের সাথে ভাসতে ভাসতে এটা সৈকতে এসেছে। তবে এটা কয়েকঘণ্টা আগে মারা গেছে বলে মনে হয়। কারণ এটার আকৃতির কোনো পরিবর্তন নেই। দেখে মনে হচ্ছে জীবিত।
পটুয়াখালী জেলা ইউএসএইড ও ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পরিবর্তন থাকে। এর আগে গত বছরে কিছু বয়স্ক ইরাবতী আসছিল, আর আজকে আবার বাচ্চা আসলো।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘন ঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। মৃত্যুর রহস্য উন্মোচনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এর আগে এ বছর সৈকতে ৮টি মৃত কচ্ছপ এবং ১০টি মৃত ডলফিন ভেসে আসে।
কাজী সাঈদ/আরআই