ফরিদপুরে বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য আটক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণা চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৮। এ সময় ৬ টি মোবাইল ফোন ও ১১ টি সিমকার্ড জব্দ করা হয়।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ এ তথ্য জানান।
র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ক্যাম্প জানতে পারে ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর র্যাবের ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করে। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কোম্পানি অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদের নেতৃত্বে র্যাবের বিশেষ দল শুক্রবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রতারক চক্রের ৩ জন সক্রিয় সদস্য মফিজুল (২৫), ঠান্ঠু শেখ (২৬) ও মিলন মাতুব্বরকে (২২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১১টি সিম কার্ড জব্দ করা হয়। আটকদের বাড়ি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারণের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।
এমএসআর